কুড়িগ্রামে ৯ দিনব্যাপী ধর্মীয় ও আর্থসামাজিক প্রেক্ষাপটে   পুরোহীত ও সেবায়েতদের  করণীয়  শীর্ষক  প্রশিক্ষণ শুরু  হয়েছে। 


হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে কুড়িগ্রাম দক্ষিণ পাড়া সার্বজনীন কালী মন্দির চত্বরে মঙ্গলবার এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলাপ্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।


 এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা উদয় শংকর চক্রবর্তী। উদ্বোধনী  অনুষ্ঠানে বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, কুড়িগ্রাম এর সভাপতি বাবু ছানালাল বকসী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু রবি বোস, সাধারণ সম্পাদক বাবু দুলাল চন্দ্র রায়, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলক সরকার, দক্ষিণপাড়া সার্বজনীন কালী মন্দিরের সভাপতি শ্যামল ভৌমিক, কোষাধ্যক্ষ বাবলা ঘোষ প্রমূখ। 


প্রশিক্ষণে ২৫ জন পুরোহীত ও সেবায়েতগণ সামাজিক মূল্যেবোধ, গৃহপালিত পশু পালন, মৎস্য চাষ, কৃষি ও বনায়ন বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করবে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024