◾ স্পোর্টস ডেস্ক


আজ শনিবার থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেটের ১৫ তম আসর। শ্রীলঙ্কার আয়োজনে টি-টোয়েন্টি ফরমেটের এই আসরটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। 


এবার এশিয়া কাপে খেলছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। বাছাই পর্ব থেকে খেলার সুযোগ পেয়েছে হংকং।


এই ৬টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রত্যেকে প্রত্যেক দলের সঙ্গে খেলবে। এর এক গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। অন্য গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও হংকং। পয়েন্ট বিবেচনায় দুটি গ্রুপ থেকে শীর্ষ দু’টি করে চারটি দল খেলবে দ্বিতীয় রাউন্ডে। দ্বিতীয় রাউন্ডে প্রত্যেক দল প্রত্যেক দলের বিরুদ্ধে খেলবে। এরপর পয়েন্ট বিবেচনায় শীর্ষ দুটি খেলবে ফাইনালে।


▪️একনজরে এশিয়া কাপ ২০২২-এর সময়সূচি


▪️প্রথম ম্যাচ 


শনিবার ২৭ অগাস্ট, ২০২২ শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান দুবাই রাত ৮টা


▪️দ্বিতীয় ম্যাচ


রবিবার ২৮ অগাস্ট ভারত বনাম পাকিস্তান দুবাই রাত ৮টা 


▪️তৃতীয় ম্যাচ


মঙ্গলবার ৩০ অগাস্ট বাংলাদেশ বনাম আফগানিস্তান শারজাহ রাত ৮টা


▪️চতুর্থ ম্যাচ 


বুধবার ৩১ আগস্ট ভারত বনাম হংকং রাত ৮টা


▪️পঞ্চম ম্যাচ


বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর বাংলাদেশ বনাম শ্রীলংকা দুবাই রাত ৮টা


▪️ষষ্ঠ ম্যাচ


শুক্রবার ২ সেপ্টেম্বর হংকং বনাম পাকিস্তান শারজাহ রাত ৮টা


▪️সপ্তম ম্যাচ


শনিবার ৩ সেপ্টেম্বর বি১ বনাম বি২ শারজাহ রাত ৮টা


▪️অষ্টম ম্যাচ


রবিবার ৪ সেপ্টেম্বর এ১ বনাম এ২ সুপার ৪ দুবাইরাত ৮টা


▪️নবম ম্যাচ


মঙ্গলবার ৬ সেপ্টেম্বর এ১ বনাম বি২ সুপার ৪ দুবাই রাত ৮টা


▪️দশম ম্যাচ


বুধাবার ৭ সেপ্টেম্বর এ২ বনাম বি২ সুপার ৪ দুবাই রাত ৮টা


▪️একাদশ ম্যাচ


বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর এ১ বনাম বি২ সুপার ৪ দুবাই রাত ৮টা


▪️দ্বাদশ ম্যাচ


শুক্রবার ৯ সেপ্টেম্বর বি১ বনাম এ২ সুপার ৪দুবাই রাত ৮টা


▪️ত্রয়োদশ ফাইনাল  


রবিবার ১১ সেপ্টেম্বর ফাইনাল দুবাই রাত ৮টা

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024