সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের কাঁঠালবাড়ীয়া গ্রামে মঙ্গলবার বিকালে লির্ডাসের সহায়তায় ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের আয়োজনে দুই দিন ব্যাপী কৃষি উদ্ভাবনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজামান আনিছ, শিক্ষক রনজিৎ কুমার বর্মন, শ্যামনগর আতরজান মহিলা কলেজের সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ প্রমুখ।
অনুষ্ঠানে একই সাথে সবজী বীজ ও জৈব সার বিতরণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
দুই দিন ব্যাপী কৃষি মেলায় কী হোল গার্ডেন, মিনি পুকুর খনন, ইঁদুর দমন পদ্ধতি, মডেল বাড়ী, দূর্যোগ সহনশীল ঘর, বিনা চাষে সবজী উৎপাদন, জৈব সার ও বালাই নাশক, সর্জন পদ্ধতি সহ অন্যান্য পদ্ধতির স্টল প্রদর্শন করা হয় কৃষকদের উদ্বুদ্ধ করণের জন্য।