ঈদে কেনাকাটা করতে আসার পথে বালু ভর্তি ট্রাক চাপায় স্ত্রী ঘটনা স্থলে নিহত ও স্বামীকে মারাত্বক আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলা সদরের কলেজ মোড় এলাকায় মর্মান্তিক এই সড়ক দূর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস, হাসপাতাল ও থানা সূত্রে জানাযায়, শ্যামনগর উপজেলার আবাদ চন্ডীপুর গ্রামের মিজানুর রহমানের জামাতা, সাতক্ষীরার কামাননগরের শেখ শাহিনের ছেলে শেখ নয়ন (৩৫) ও তার স্ত্রী রেহানা পারভীন (২৫) একটি নতুন পালসার মটর সাইকেলে আসছিলেন। পথিমধ্যে কালিগঞ্জ সরকারি কলেজ রোডে পৌছালে বিপরীত দিক থেকে আসা (যশোর-ট ১১-৩৩১৮) বালু ভর্তি ট্রাক তাদেরকে চাপা দেয়।

 

এ সময় ঘটনাস্থলেই স্ত্রী রেহানা পারভীনের মৃত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে স্বামী স্ত্রী দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক রেহানা পারভীনকে মৃত্যু ঘোষনা করেন। এবং স্বামী শেখ নয়নের অবস্থা খারাপ হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এবাদ আলী ঘটনার সত্যীতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে তবে ট্রাক ড্রাইভারকে এখনো আটক করা যায়নি। পরিবারের পক্ষ অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে দেওয়া হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024