|
Date: 2023-04-12 04:19:15 |
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফরিদপুর জেলা ছাত্রকল্যানের বিপুল আমেজে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলার বিভিন্ন বিভাগের পাঁচ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ নিয়ে এটি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পাশে একটি রেস্তোরাঁয় জমজমাট আয়োজনে ইফতার অনুষ্ঠানটি হয়।
জবি ফরিদপুর জেলা ছাত্রকল্যাণের সভাপতি এস এম ফাহমিদ আলম রাতুলের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সা. সম্পাদক মো. রাহাতুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান বলেন, আজ এখানে এসে এতো ছোট ভাই বোন দেখে মনে হচ্ছে সময়টা অনেক কাজে লেগেছে। আমরা একত্রে কাজ করবো। ফরিদপুরের সকল ছাত্রছাত্রীদের জন্য অনেক শুভকামনা থাকবে। আমি সকল সময় পাশে থাকার চেষ্টা করবো।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড আতিয়ার রহমান ও ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড সায়েদুর রহমানসহ ফরিদপুর জেলার বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
© Deshchitro 2024