|
Date: 2023-04-12 15:46:33 |
চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন নিমতলা বন্দর ট্রাক মালিক সমিতি অফিসের সামনে রাস্তার উপর থেকে চুরি হওয়া ঢাকা -মেট্টো -ট-১৫-৪৩৪২ নম্বরের কাভার্ডভ্যানসহ চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ এপ্রিল) তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা।
গ্রেপ্তারকৃতরা হলেন, চোর চক্রের মূল হোতা মো. ফখরুল ইসলাম রাব্বি (১৯) এবং মো. জাহাঙ্গীর আলম শেখ (৪৫)। তাদের মধ্যে রাব্বির বাড়ি কুমিল্লায়, তিনি বর্তমানে নিমতল এলাকায় থাকেন। অপরজনের বাড়ি মুন্সিগঞ্জে, তিনি বর্তমানে কাটগড় এলাকায় থাকেন।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন,
এ ঘটনায় গাড়ির মালিক আল শাহরিয়ার ইমন থানায় মামলা দায়ের করলে গত ১০ এপ্রিল সকাল সাড়ে ৬টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মাসুদুর রহমান নেতৃত্বে নগরীর বন্দর থানাধীন নিমতলা খালপাড় এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ ফখরুল ইসলাম রাব্বিকে গ্রেফতার করেন। তার দেওয়া তথ্য মোতাবেক হালিশহর থানাধীন চৌধুরীপাড়াস্থ টোল রোড সংলগ্ন আইয়ুব আলী মিস্ত্রি বাড়ীর পার্শ্বে জামালের গ্যারেজের সামনে থেকে কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়। গাড়ির ৩টি চাকা খুলে বিক্রি করে দেন।
জব্দকালে বর্ণিত কাভার্ডভ্যানের ০৩টি চাকা না পাওয়ায় আটককৃতকে জিজ্ঞাসা করলে সে জানায় যে, ০৩টি চাকা জনৈক মোঃ জাহাঙ্গীর আলম শেখের নিকট বিক্রি করেন। পরবর্তীতে তার দেওয়া তথ্য মোতাবেক চৌধুরীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ জাহাঙ্গীর আলম শেখকে গ্রেফতার করেন এবং মোঃ জাহাঙ্গীর আলম শেখ এর গ্যারেজে তল্লাশি করে কাভার্ডভ্যানের ০৩টি চাকা উদ্ধারপূর্বক জব্দ করেন।
© Deshchitro 2024