মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, পবিত্র রমজানে তাকওয়া অর্জনের মাধ্যমে খেলাফত রাষ্ট্র ব্যবস্থায় সবাইকে এগিয়ে আসতে হবে। রমজাম মাস যে সংযম শিক্ষা দেয়, সে শিক্ষা ব্যক্তি জীবনে প্রতিফলন ঘটাতে পারলে ইহকাল ও পরকালে মুক্তি মিলবে। রোজা কেবল আল্লাহর জন্য যার প্রতিদান স্বয়ং আল্লাহ তায়ালাই দিবেন। রমজান বিশ্বমানবতার জন্য রহমত বয়ে আনে। তাই রমজানের গুরুত্ব অপরিসীম। 

বুধবার (১২ এপ্রিল) বাংলাদেশ খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে শহরের হবিগঞ্জ রোডস্থ গাউছিয়া রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেছেন।

বাংলাদেশ খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম ইউসুফী এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির আলোচনা করেন বাংলাদেশ খেলাফত মজলিস এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শায়খুল হাদিস আল্লামা মুফতি হাবিবুর রহমান কাসেমী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার অফিস সম্পাদক মাওলানা আব্দুল ওয়াজিদ এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল সাংবাদিক কলামিস্ট মুফতি এহসান বিন মুজাহির। 

ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শায়খুল হাদিস  মুফতি হাবিবুর রহমান কাসেমী বলেন, সংগঠনের মহাসচিব আল্লামা মামুনুল হক দেশের জনপ্রিয় একজন আলেমে দ্বীন ও ইসলামী চিন্তাবিদ। মাওলানা মামুনুল হকের ব্যাপক জনপ্রিয়তাকে সরকার সহ্য করতে না পেরে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্য মামলা দিয়ে দীর্ঘদিন করে কারাবন্দী করে রেখেছে। আমরা অতি দ্রুত মামুনুল হকসহ বন্দি সকল আলেমদের মুক্তি দিতে হবে। ইফতার মাহফিলে আরো বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস

শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি হাফেজ মাওলানা ফেরদাউস আহমদ মাধবপুরী, সহ-সভাপতি হাফেজজ মাওলানা হিফজুর রহমান হেলালী, সহ-সভাপতি মাওলানা মর্তুজ আলী,  সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল কাশেম আজাদী, বায়তুলমাল সম্পাদক হাফেজ মিজানুর রহমান, খেলাফত নেতা মাওলানা নুরুল আনওয়ার, মাওলানা আজিজুর রহমান সিরাজী, মুফতি মাহমুদুল হাসান।

আরো উপস্থিত ছিলেন  সাংবাদিক ইসমাইল মাহমুদ, অফিস সম্পাদক মুজাহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শাহীন আহমদ, সদস্য মুহাম্মদ আব্দুস সামাদ, হাফেজ আবু নোমান মুমিন প্রমুখ। আলোচনা সভা শেষে মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী সকল উলামায়ে কেরাম এর মুক্তি এবং সদ্যপ্রয়াত দেশবরেণ্য আলেম শায়খুল হাদিস আল্লামা যোবায়ের আহমদ ইন্বেশ্বরীর মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024