মেহেরপুরের গাংনীতে ঈদের কেনাকাটা করতে এসে সর্বস্ব হারালেন মেহেরপুর সদর উপজেলার কদমতলা-খোকসা গ্রামের বিউটি খাতুন নামের এক নারী।

তিনি কদমতলা খোকসা গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী।

বুধবার (১২ এপ্রিল), বেলা সাড়ে ১২ টার দিকে গাংনী উপজেলা শহরের আমিরুল মার্কেটে বাবলুর দোকানে এ ঘটনা ঘটে।

বিউটি খাতুন কান্না জড়িত কন্ঠে বলেন, আমি আমার পরিবারের সদস্যদের জন্য ঈদের কেনাকাটার জন্য আমিরুল মার্কেটে আসি। খুব ভীড় থাকায় কেউ একজন আমার শরীরে ধাক্কা দিয়ে আমার ব্যাগ নিয়ে উধাও হয়ে যায়। পরে বাজার কমিটির সভাপতির সহায়তায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে হিজাব পরা অবস্থায় থাকায় ছিনতাইকারীকে শনাক্ত করা সম্ভব না হলেও বাজারের কোন এক গলি থেকে ব্যাগ ও এন্ড্রয়েড ফোনটি উদ্ধার করা সম্ভব হলেও ব্যাগে থাকা ১৫ হাজার টাকা পাওয়া যায়নি। আমি এখন কিভাবে কেনাকাটা করবো? তিনি টাকা উদ্ধারে বাজার কমিটি ও গাংনী থানার সহযোগিতা কামনা করেছেন। 

এবিষয়ে গাংনী বাজার কমিটির সভাপতি সালাউদ্দিন শাওনের কাছে জানতে চাওয়া হলে তিনি উক্ত নারীর অভিযোগের ভিত্তিতে তিনার ব্যাগ ও ফোন উদ্ধার করতে সক্ষম হলেও খোয়া যাওয়া ১৫ হাজার টাকা উদ্ধারে ব্যর্থ হয়েছেন। তবে টাকা উদ্ধারে গাংনী থানায় জিডিসহ সকল ধরনের সহযোগিতায় সর্বাত্মক ভাবে তিনার পাশে থাকার কথা জানান। 

একইসাথে ঈদ বাজারে ছিনতাইসহ সকল ধরনের সমস্যা এড়াতে কেনাকাটাই আসা সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।

এবিষয়ে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাককে ফোনে পাওয়া না গেলে ডিউটিতে দায়িত্বরত এসআই সইবুর রহমান কে ফোন করা হলে কেউ কোন অভিযোগ নিয়ে থানায় আসেনি বলে জানান। তবে বাজার কমিটির সভাপতির ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট দেখেছেন বলে জানান। তিনি জানান, ঈদকে কেন্দ্র করে গাংনী থানা পুলিশের টিম টহলরত অবস্থায় রয়েছেন কিন্তু কেউ কোন অভিযোগ না করলে কি ব্যবস্থা নেবেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024