|
Date: 2022-08-27 09:43:53 |
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রভাষক আশরাফ উদ্দিন ফাহিম বাংলাদেশে শিক্ষা ও গবেষনায় অবদান রাখার জন্য সম্মননা স্মারক পেলেন।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ শোকের মাসের আলোচনা সভায় প্রধান অতিথি শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এই পদক তার হাতে তুলে দেন।
তার গবেষনার বিষয় জনস্বাস্থ্য ও পরিকল্পনা এবং পরিবহন ও জনস্বাস্থ্য।
তিনি বর্তমানে বাংলাদেশের শিল্প ভিত্তিক শহুরে এলাকায় মাল্টিমোডাল ভ্রমণের আচরণগত দিক এবং সাভার পৌরসভার একটি কেস স্টাডি গবেষনা করছেন। এবং আগের গবেষনা পত্র ছিলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে স্মার্টফোন আসক্তি, মনোভাব এবং ব্যবহারের উদ্দেশ্য নিয়ে।
উল্লেখ্য, আশরাফ উদ্দিন ফাহিম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তর এর "সহকারি পরিচালক" পদে দায়িত্ব প্রদান করা হয়। গত ২১ আগস্ট ২০২২ ইং তারিখে রেজিস্ট্রার বিজন কুমার ব্রক্ষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি জানানো হয়। সহকারি পরিচালক হিসেবে দায়িত্ব পালনের জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের ভাতা প্রাপ্ত হবেন এবং এ আদেশ আগামী পহেলা অক্টবর ২০২২ ইং তারিখ হতে কার্যকর হবে।
আশরাফ উদ্দিন ফাহিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন এবং গ্রাজুয়েশন ২০১৭ সালে সম্পন্ন করেন।
© Deshchitro 2024