|
Date: 2023-04-13 17:36:39 |
টাঙ্গাইলের মধুপুরে রফিক আইটি সেন্টার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ২০০৪ সাল থেকে প্রতিষ্ঠানটি দক্ষতার সাথে পরিচালনা করে আসছেন। কম্পিউটারের বিভিন্ন ট্রেডের উপর প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি গড়ে তুলতে সক্ষম হয়েছে রফিক আইটি অ্যান্ড ফ্রিল্যান্সিং ট্রেনিং ইন্সটিটিউট। প্রথমে একটি কম্পিউটার দিয়ে শুরু করেন। তারপর ধীরে ধীরে তার লক্ষে পৌছার স্বপ্ন দেখেন। বর্তমানে বেকার সমস্যা দূরিকরণে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রদান করছে মধুপুরের রফিক আইটি অ্যান্ড ফ্রিল্যান্সিং ট্রেনিং ইন্সটিটিউট।
“ফ্রিল্যান্সিং শিখুন, নিজের ক্যারিয়ার গড়ুন” এ শ্নো গানে মধুপুরসহ আশে পাশের কয়েকটি উপজেলার শিক্ষিত বেকারদের প্রায় ৫ বছর ধরে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে আসছে প্রতিষ্ঠানটি। ডিজিটাল মাকেটিং, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি গড়ে তুলতে ভূমিকা রেখেছে রফিক আইটি। প্রতিষ্ঠানটি থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই ইতোমধ্যে স্বাবলম্বী হয়েছে বলে জানিয়েছেন রফিক আইটি’র কর্ণধার রফিকুল ইসলাম।
তিনি জানান, বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং একটি জনপ্রিয় শব্দ। কিন্তু রাজধানী এবং জেলা শহর ব্যতিত এ বিষয়ে যথেষ্ট প্রশিক্ষণ গ্রহণের সুযোগ নেই। তাই নিজ শহর মধুপুরে প্রথমে ছোট পরিসরে রফিক আইটি শুরু করি। বর্তমানে বৃহৎ পরিসরে শুরু করছি। মধুপুরের শিক্ষিত যুবক, নারীদের কর্মসংস্থান করে দিতে সব সময় পাশে থাকবে রফিক আইটি। এছাড়াও ছোট-ছোট ছেলে মেয়েরাও যেন কম্পিউটার প্রোগ্রামিংয়ে দক্ষ হয়ে উঠে সেজন্য “প্রোগ্রামিং স্কুল” চালু করেছি। রফিক আইটির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকে। ইতোমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে প্রতিষ্ঠানটি। আগ্রহ নিয়ে অনেক অভিভাবক তাদের সন্তানকে ফ্রিলান্সিং শেখাতে নিয়ে আসছে রফিক আইটিতে।
© Deshchitro 2024