|
Date: 2022-08-27 16:59:57 |
◾ নিউজ ডেস্ক
৫ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত দেশব্যাপী ‘জাতীয় বৃক্ষ রোপণ অভিযান চলেছিল। তারই অংশ হিসেবে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন রোভার স্কাউট ফোরামের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল স্যার এ এফ রহমান হলের বাইরের মাঠে বৃক্ষরোপণ অভিযান সম্পন্ন হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উক্ত সংগঠনের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সাবেক সিনিয়র রোভার মেট মুহাম্মদ মুহসিন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জহির আহমেদ সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের কোষাধ্যক্ষ, রোভার স্কাউট লিডার ড. মুমিত আল রশিদ। সাবেক সিনিয়র রোভারমেট মো. শাহজাহান, জনাব মো. হেমায়েত, দাদা আকবর আলী, মো: জাহানুর ইসলাম, মো: জহিরুল ইসলাম সহ বর্তমান রোভারবৃন্দ।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন রোভার স্কাউট ফোরামের সাধারণ সম্পাদক জহির আহমেদ সরকার বলেন, “প্রকৃতির প্রাণশক্তিকে ধরে রাখতে হলে বৃক্ষ রোপণের বিকল্প নেই। বৃক্ষ রোপণ আমাদের নিয়মিত আয়োজন। সংগঠনের সভাপতি মোহাম্মদ মুহসিন সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বৃক্ষ রোপণ অভিযান সমাপ্ত করেন।
© Deshchitro 2024