"নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি, জরাজীর্ণ,সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি"এই শ্লোগানকে সামনে রেখে বাংলা নববর্ষ (১৪৩০)উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আযোজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে বর্ণাঢ্য র‌্যালির নেতৃত্ব দেন নান্দাইল উপজেলা চেয়ারম্যান মো.হাসান মাহমুদ জুয়েল। 


র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ড হযে নান্দাইল মডেল থানা পর্যন্ত যায়। এবং পূনরায় উপজেলা চত্বরে এসে র‌্যালিটি শেষ হয়।


র‌্যালিতে যোগদান করেন,সহকারী কমিশনার (ভূমি)এটিএম আরিফ, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মাহমুদুর রশিদ, উপজেলা যুব উন্নমন কর্মকর্তা মো.ফয়েজ উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা ইনসান আলী,নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ প্রমুখ। 


র‌্যালিতে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সাথে স্কুলের শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।


র‌্যালিটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা ঢোল বাজিয়ে আনন্দ করে।এসময় উৎসুক মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে বর্ণাঢ্য র‌্যালি উপভোগ করেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024