|
Date: 2022-08-27 17:29:10 |
◾ নিউজ ডেস্ক
দেশজুড়ে আগামী ২ দিন বৃষ্টিপাতের প্রবনতা অব্যাহত থাকবে এবং ৫ দিনের মধ্যে বৃষ্টি আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রবিবার সন্ধ্যা পর্যন্ত আগামী ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের ভারী থেকে ভারি বর্ষণ হতে পারে। এই সময়ে সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে।
© Deshchitro 2024