তালা উপজেলার পাটকেলঘাটায় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ সাতক্ষীরা শাখার উদ্যোগে শুক্রবার (১৪ই এপ্রিল) সকালে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, সঙ্গীত পরিবেশনা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এ সময় বাবু প্রশান্ত রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা কৃষকলীগের সিনিয়র উপদেষ্টা বিশ্বজিত সাধু, বিশেষ অতিথি সৈয়দ জুনায়েত আকবর, বিশ্বাস আতিয়ার রহমান, পূলক পাল প্রমূখ।


উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সদস্য সচিব ধীমান বিশ্বাস, আহবায়ক আশরাফ আলিসহ অন্যান্যরা।

দিনটি উপলক্ষে তালা উপজেলার বিভিন্ন স্কুল-কলেজে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024