বেনাপোলে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১০ কেজি গাঁজাসহ বিপ্লব হোসেন (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 


শুক্রবার (১৪ এপ্রিল) বিকালে তাকে আটক করা হয়।


আটক বিপ্লব বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।


পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, বেনাপোল  থানার রঘুনাথপুর (পূর্বপাড়া) সাকিনস্থ ধৃত আসামি বিপ্লব হোসেন এর বসত বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর হতে ১০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। 


বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024