|
Date: 2023-04-14 16:54:35 |
বগুড়ার সারিয়াকান্দিতে বালুয়াহাটা এলাকায় মটরসাইকেল দুর্ঘটনায় জুলেখা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছে। নিহত জুলেখা পৌর এলাকার ২ নং ওয়ার্ড বালুয়াহাটা গ্রামের ফজলু মন্ডলের মেয়ে।
১৪ এপ্রিল (শুক্রবার) সন্ধ্যায় আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় বালুয়াহাটা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে পিয়াস মিয়া (২২) স্থানীয় সড়ক দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় ঐ নারী দুর্ঘটনা ঘটলে জুলেখা বেগমকে আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে এই ঘটনায় মোটরসাইকেল চালক ও গুরুতর আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, এই ঘটনায় থানায় কোন মামলা বা অভিযোগ করা হয়নি।
© Deshchitro 2024