|
Date: 2023-04-14 18:23:41 |
কিসের জন্য উদাসিনী এই মন।
বুকের ভিতর জমছে ভেজা পালক!
মনের আকাশে জমছে মেঘ,
বুকের ভিতর আটকিয়েছে পাথর!
হিমেল হাওয়া দূর হয়েছে,
অনুভূতি নাড়া দিয়েছে।
বিষন্ন ভরা মন, নির্জনতায় নীল!
দূরের আকাশ দূরেই রয়ে আছে,
বিষন্নতায় হয়ে আছি বলে!
জানতে ইচ্ছে করে
কাটিবে কখন বিষন্নের প্রহর!
শহরটা বড় ফাকা বিষন্ন এই বেলা,
মাছের মতো ছটফটানি মন!
একলা দুপুর, পাই না শুর,
শেষ হবে কখন আলোর প্রহর!
ছিল কত কোলাহলের এই শহর,
আজ হয়েছে কেন বিষন্ন এই ভোর!.
যানি না আজও, শেষ হবে নাক,
বিষন্ন ওই প্রহর!!
লেখাঃ তামিম হোসেন
শিক্ষার্থী ঢাকা কলেজ
© Deshchitro 2024