|
Date: 2022-08-28 06:30:18 |
◾ নিউজ ডেস্ক
অবশেষে দুই সপ্তাহের বেশি সময় ধরে কর্মবিরতির পর প্রধানমন্ত্রীর আহ্বানে কাজে ফিরেছেন মৌলভীবাজারের চা-শ্রমিকরা। তবে আজ সাপ্তাহিক ছুটি থাকার কারণে অনেক বাগানেই চা-শ্রমিকরা কাজে নামেননি।
রবিবার সকাল থেকেই ভাড়াউড়াসহ অধিকাংশ চা-বাগানেই চা-শ্রমিকরা কাজে নেমেছেন। চা-শ্রমিকরা কাজে নামলেও নতুন ১৭০ টাকা মজুরির ঘোষণার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে চা-শ্রমিকদের মধ্যে।
শ্রীমঙ্গলের ফিনলে চা-বাগানের শ্রমিক রতন মুণ্ডা বলেন, ‘অনেক দিন পর কাজে ফিরতে পেরে বেশ ভালো লাগছে, তবে মজুরি আরেকটু বাড়লে ভালো হতো। ১৭০ টাকা দিয়ে এখন চলা কঠিন।’
ভাড়াউড়া চা-বাগানের শ্রমিক জরার্ধন ভৌমিক বলেন, ‘আমরা গত ১৯ দিন ধরে ন্যায্য মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছি। প্রধানমন্ত্রী নিজে আমাদের মজুরি বৃদ্ধি করে দেওয়ায় আমরা অত্যন্ত খুশি।’
© Deshchitro 2024