মাদারীপুর জেলার শিবচর থানার  আওতাধীন বিল পদ্মা নদীতে চলছে নির্বিচারে মাছের বংশ নিধন। চায়না দোয়াইর নামে পরিচিত জাল দিয়ে সারা নদীতে মাছ ধরা হচ্ছে এবং এই জাল দিয়ে মাছ ধরার ফলে ছোট ছোট মাছও ধরা পরে যাচ্ছে। এই জালের সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটি পানির ভিতর মাটির সাথে মিশে থাকে। ফলে সব ধরনের মাছ ই এ জালে ধরা পরে। শুধু মাছই না সাপ, ব্যাঙ, কাকড়া কুইচা কিছুই রেহাই পায় না এ ভয়ংকর জাল থেকে। জালের ভিতর একবার ঢুকলে বের হওয়া অসম্ভব৷ স্থানীয় বাসিন্দা রাজনের কথা মতে ছোট সময়ে বিভিন্ন ধরনের প্রচুর মাছ দেখেছেন এ নদীতে যা এখন বিলুপ্ত। তিনি আরো বলেন প্রশাসন এখনই এ বিধি নিষেধের উপর নিয়মিত কার্যকর ব্যবস্থা না নিলে অনেক ধরনের মাছের প্রজাতি বিলুপ্ত হবে। এক জেলের সাথে কথা বলার চেষ্টা করলে তিনি জানান পেটের দায়ে এসব করেন তিনি। চায়না এসব জাল ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ জেনেও জেলেরা এই জাল দিয়ে মাছ ধরছে অবাধে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জনপ্রতিনিধি জানান জেলেদের বিভিন্ন ধরনের সরকারি সুযোগ সুবিধা দেওয়ার পরেও তারা এ জাল দিয়ে মাছ ধরে থাকেন।তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে এখনি কার্যকর ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024