মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোচিত সংঘবদ্ধ ধর্ষণ মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ এপ্রিল) শ্রীমঙ্গল চৌমুহনা চত্বর থেকে মামলার মূল আসামি শহীদ মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার আগে রবিবার রাতে ফয়েজ মিয়াকে রাজনগর উপজেলার জালালপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম সরদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আগে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। আজ আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজহারভুক্ত ছয় আসামির মধ্যে বাকি দুই আসামি পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

১৪ এপ্রিল ইফতারের পর শ্রীমঙ্গলের মাজদিহি চা বাগানে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন কুলাউড়া উপজেলার এক নারী। এ ঘটনায় মামলার ছয় আসামির মধ্যে চার জনকে পুলিশ গ্রেপ্তার করে। এর আগে ১৪ এপ্রিল রাতে পুলিশ গ্রেপ্তার করে ওই মামলার আসামি সিএনজি অটোরিকশার চালক সেলিম মিয়া ও হৃদয় নুনিয়াকে। তাদের আদালতে পাঠালে হৃদয় নুনিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024