|
Date: 2023-04-18 01:34:02 |
রাজধানীর কদমতলীর দনিয়ায় একটি ভবনের ছাদ থেকে নিচে পড়ে ইয়াছিন আহমেদ হৃদয় (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যার দিকে কদমতলীর পূর্ব দনিয়ার পলাশপুর এলাকার এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।মৃত হৃদয়ের বাবা আহমদউল্লাহ জনি জানান, তারা ১০ তলা বাড়িটির চারতলায় ভাড়া থাকেন। পুরান ঢাকায় তাদের কাগজের ব্যবসা আছে। বাবার ব্যবসায় সাহায্য করতেন তিনি। পাশাপাশি হৃদয় ওয়ারীতে 'এ লেভেল'র কোচিং করতেন। পাঁচ ভাইয়ের মধ্যে হৃদয় ছিলেন বড়।তিনি আরও জানান, রোজা ছিলেন হৃদয়। ইফতারের পর ছাদে যান। কিছুক্ষণ পর তারা শুনতে পারেন, ছাদ থেকে নিচে পড়ে গেছেন তিনি। হৃদয়ের হাতে মোবাইল ফোন ছিল। তাদের ধারণা ছাদের রেলিংয়ে বসে মোবাইলে কথা বলার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গেছেন।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
© Deshchitro 2024