|
Date: 2023-04-18 17:49:16 |
পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধির রমজান মাসের শেষ দশদিন ইতেকাফ করে আল্লাহর সানিধ্যে নিজেকে আরও কাছে পাওয়ার জন্য শেষ দশদিন বিজোড় রাত্রি গুলোতে ইবাদতের মাধ্যমে লাইলাতুলকদর পাওয়ার সারাবিশ্বের মত বাংলাদেশের মসজিদ গুলোতে রাত দিন ইবাদত করে যাচ্ছেন ইতেকাফকারীরা।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলা সিংবাহুড়া ও সানোখালী গ্রামের কয়েকটি মসজিদে ইতেকাফ করে এমন মুসল্লীদের ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করলেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য প্রবাসী দুই বন্ধু নুর আলম ও মোহাম্মদ উল্যা মিজান। গত কয়েক বছর ধরে এমন সেবা ও রমজানের শেষ দশদিন ইতেকাফ করা মুসল্লীদের ইফতার ও ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করে আসছেন।
এদিকে আরও কয়েকজন প্রবাসী মোশাররফ হোসেন নান্টু, ডিউক, স্বপন মোল্লা, শরিফুল ইসলাম বাবুল ও মোঃ রাসেদ সহ মসজিদে ইতেকাফকারীদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার হিসেবে খাদ্য সামগ্রি প্রদান করেন।
প্রবাসীদের সাথে মোবাইলে যোগাযোগ করলে তারা জানান, তারা সওয়াবের অংশিদার হতে এমন উদ্যেগ প্রতি বছর গ্রহণ করেন। এবং এমন সওয়াবের অংশিদার হতে প্রতি বছর এ কার্যক্রম অব্যহত রাখবেন বলে জানান।
© Deshchitro 2024