|
Date: 2023-04-18 18:21:43 |
রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাংলাদেশ প্রেস ক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন,ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বেগম রোকেয়া অডিটেরিয়ামে বাংলাদেশ প্রেস ক্লাব মিঠাপুকুর উপজেলার আহ্বায়ক মেহেদী হাসান রিপুলের সভাপতিত্বে ও রুবেল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জননন্দিত উপজেলা পরিষদ চেয়ারম্যান,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের আহ্বায়ক সদস্য জাকির হোসেন সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর জেলা আহ্বায়ক কমিটির সদস্য মোতাহার হোসেন মন্ডল(মওলা),পেশেন্ট কেয়ার হাসপাতাল এবং ডায়াগনোস্টিক সেন্টারের চেয়ারম্যান রাকিবুল হাসান ( রাকিব)।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরাঞ্জন মহন্ত,মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন,বিশিষ্ট ব্যবসায়ী,বাংলাদেশ আওয়ামীযুবলীগ মিঠাপুকুর উপজেলা শাখার সাবেক সভাপতি ও মিঠাপুকুর মহাবিদ্যালয়ের সাবেক ভিপি কামরুজ্জামান কামরু,মিঠাপুকুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রদীপ কুমার গোস্বামী,বাংলাদেশ মানবাধিকার কমিশন মিঠাপুকুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান,বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর মহানগর শাখার আহ্বায়ক রোস্তম আলী সহ প্রমূখ।
দ্বি-বার্ষিক সম্মেলনে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় কমিটির মহাসচিব সাইদ আজিজ চৌধুরী ও প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর জেলা শাখার সভাপতি এনামূল হক স্বাধীন উপস্থিত ছিলেন।
দ্বি-বার্ষিক সম্মেলন ইফতার ও দোয়া মাহফিল শেষে বাংলাদেশ প্রেস ক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার অগ্রগতি ও নানাবিধ সাংগঠিন কার্যক্রম সম্পর্কে অবগত করা হয়।
© Deshchitro 2024