|
Date: 2023-04-18 22:09:09 |
শ্যামনগরে সুবিধাবঞ্চিত মেধাবী শিার্থীদের বৃত্তি প্রদান
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ মঙ্গলবার সকাল দশটায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জেসি কমপ্লেক্সে শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) এর আয়োজনে ও অস্ট্রেলিয়ার জোবেদা আমিন মোবাইল স্কুল (জ্যামোস্ক) এর সহযোগিতায় ২২ জন সুবিধাবঞ্চিত মেধাবী শিার্থীকে এক ল দশ হাজার টাকা বিশেষ বৃত্তি প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হন জ্যামোস্কের সিইও বিশিষ্ট ভাষাতত্ত্ববিদ ইঞ্জিনিয়ার আমিন রহমান। বিশেষ অতিথি হিসেবে অস্ট্রেলিয়া থেকে ভার্চুয়ালি যুক্ত হন স্পন্সর মিসেস লায়লা চৌধুরী, মিসেস ডায়ান, ঢাকা থেকে ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মাছুম বিল্লাহ, শ্যামনগরে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান, রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠের প্রধান শিক শেখ মতিউর রহমান, হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক এবিএম লুৎফুল আলম, কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক মো. আজাহারুল ইসলাম, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক রনজিৎ কুমার বর্মন, শ্যামনগর ভাব বাংলাদেশ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের কম্পিউটার প্রশিক মো. আব্দুল্লাহ আল মামুন ও ভাব বাংলাদেশের শ্যামনগর ফিল্ড অফিসার আব্দুল আলিম প্রমুখ।
অনুষ্ঠানে শিার্থীরা তাদের স্পন্সরদের সাথে মতবিনিময় করেন এবং উপস্থিত অতিথিদের নিকট থেকে বৃত্তির টাকা গ্রহণ করেন। মাধ্যমিক স্কুলের ৯ জন এবং কলেজের ১৩ জন মোট ২২জন শিার্থী বৃত্তির অর্থ গ্রহণ করেন। স্কুল পর্যায়ে প্রতিমাসে এক হাজার টাকা ও কলেজ পর্যায়ে প্রতিমাসে দুই হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিার্থী সৌরভ মন্ডল দিনাজপুর সরকারি এম আব্দুর রহিম মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি হওয়ায় তাকে ভাব বাংলাদেশের প থেকে শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়।
ছবি- শ্যামনগরে ভাব বাংলাদেশের পক্ষ থেকে সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করছেন অতিথিবৃন্দ।
© Deshchitro 2024