|
Date: 2023-04-19 09:34:47 |
পবিত্র ঈদ- ফিতর সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি। ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশির জোয়ার। ঈদ মানে সহমর্মিমতা ও সহযোগিতার অপূর্ব বন্ধন, এই আনন্দ ও উৎসব সবার জীবনে খুশির বন্যা নিয়ে আশুক, ভুলিয়ে দিক সব বিভেদ সেই প্রত্যাশায় সকলের প্রতি রইলো ঈদের শুভেচ্ছা। উপজেলা প্রশাসন, রায়পুর, লক্ষ্মীপুরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি পবিত্র ফিতরের শুভেচ্ছা।
© Deshchitro 2024