রাজধানীর বনানীর ২৪ কামাল আতাতুর্ক এভিনিউয়ের এআর টাওয়ারের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


বুধবার (১৯ এপ্রিল) ভোর ৫টা ১০মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন।


তিনি বলেন, ভোর ৫টা ১০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ৫টা ১৮ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর প্রায় সোয়া ঘণ্টার চেষ্টায় সকাল ৬টা ২৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।


প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024