সুন্দরগঞ্জে সভাপতি/ সাঃ সম্পাদক ছাড়াই কৃষক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। 


গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ কৃষক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরুজা বারীর অনুমতিক্রমে অনুষ্ঠান শুরু হয়। 

তবে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না উপজেলা কৃষকলীগের বিতর্কিত কমিটির সভাপতি মোঃ আতাউর রহমান মাস্টার ও সাধারণ সম্পাদক মোঃ বকুল বিশ্বাস। সকাল ১০ টায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও সকাল ১১ টা ৪০ মিনিটে জাতীয় সংগীত পরিবেশন,  জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিতে অনুষ্ঠানের শুরু হয়। 

মোঃ মাসুদ আলম প্রামাণিকের সভাপতিত্বে ও মোঃ মাহমুদুর রহমানের সঞ্চালনায় কৃষক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন,  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ৫ নং দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল আলম রেজা, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ রতন মিয়া,  উপজেলা শ্রমিকলীগের সভাপতি গনেশ চন্দ্র শীল, কৃষক লীগ নেতা মোঃ শাহীন আলম, মোঃ আব্দুর রাজ্জাক রোহান, সোনারায় ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন সহ অনেকেই উপস্থিত ছিলেন। 

বক্তারা সভাপতি ও সাধারণ সম্পাদক কেন উপস্থিত নেই এমন প্রশ্নের ব্যাখ্যা করতে পারেন নি। 

আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা মোঃ এন্তাজ আলী দোয়া মাহফিল পরিচালনা করেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024