|
Date: 2023-04-19 19:09:30 |
রাজারহাট প্রেসক্লাব ও সমকাল সুহৃদের উদ্যোগে ইফতার মাহফিল এবং এতিম- দুস্থদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজারহাট থানার ওসি তদন্ত প্রাণকৃষ্ণ দেবনাথ,বীর মুক্তিযোদ্ধা কে,এম,মাহফুজার রহমান,সমকালের কুড়িগ্রাম প্রতিনিধি সুজন মোহন্ত,দৈনিক আজকের পত্রিকার কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগান,উপজেলা জাকের পার্টির সভাপতি মজিবর রহমান ও সাংবাদিক কল্লোল রায়।
রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু'র সভাপতিত্বে রমজানের গুরুত্ব - তাৎপর্য বিষয়ে আলোচনা সভায় বক্তব্য এবং দোয়া পরিচালনা করেন, রাজারহাট কেন্দ্রীয় মসজিদের খতিব মাও: মো: রেজাউল করিম।
ইফতার মাহফিলে রাজারহাট প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,সাংবাদিক মোফাকখারুল মাসুম,আরিফুল ইসলাম,জহুরুল মন্ডল,মামুন চৌধুরী,আহসান হাবিব,সমকাল সুহৃদ জিএম মোস্তফা,রবেন,আতাউর,প্রীতিলতা সরকার,রবিউল,মাহফুজার,মেহেদি,সংগীতা সরকার সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024