|
Date: 2023-04-19 21:31:58 |
যশোরের মণিরামপুরে দু শতাধীক দুস্থ্য পরিবারের মাঝে নতুন পোশাক ও খাদ্য সামগ্রী সম্বলিত “ঈদ প্যাক” বিতরন করা হয়েছে। বুধবার বিকেল ডিজিটাল আইটি সলিশউনের স্বত্যাধীকারি আরিফুল ইসলাম এসব ঈদ প্যাক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ লিটন, সাধারণ সম্পাদক মোতাহার দুষ্টু, আরিফুল ইসলামের পিতা মফিদুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক প্রচার সম্পাদক আব্দুল্লাহ সোহান, ডিজিটাল আইটি সলিউশনের মেহেদী ইউসুফ, আবু হুরাইরা, রাকিবুল ইসলাম, রবিউল ইসলাম, ঐশী সিংহ প্রমূখ।
© Deshchitro 2024