মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলীর দক্ষিণ মুসলিমবাগ আবাসিক এলাকায় অবস্থিত এম এস বি ইসলামিক সেন্টারের মাসব্যাপী ক্বেরাত প্রশিক্ষণ কোর্স পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার ১৯ এপ্রিল (২৭ রমজান) বেলা ৩টা এমএসবি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।


এম এসবি ইসলামিক সেন্টারের প্রিন্সিপাল ক্বারী হাফেজ শুয়াইবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও মাদরাসার শিক্ষক আব্দুল হাকিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. ফুরকান উদ্দিন (বীর প্রতীক)।


বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মীর এম এ সালাম, বিশিষ্ট ব্যবসায়ী শের আলী হেলাল চৌধুরী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, লেখক কলামিস্ট, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক এহসান বিন মুজাহির, শ্রীমঙ্গল এলাহী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নুরুল আনওয়ার এবং আখাউড়া ও ব্রাক্ষণবাড়িয়া মা মেডিসিনের সিইও মোঃ জাকির হোসেন।


শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন ক্বারী মাওলানা নোমান আহমদ, ক্বারী হাফেজ মোঃ বায়জিদ আহমদ, কারী হাফেজ মাওলানা ইমরান আহমদ, ক্বারী হাফেজ মিরাজ আহমদ ।


এছাড়া এলাকার মুরব্বিয়ানদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ নুরুল ইসলাম, মোহাম্মদীয়া জামে মসজিদের সেক্রেটারি মোঃ আনোয়ার মিয়া, মাসুদ রানা, কুরবান আলী প্রমুখ।


অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অথিবৃন্দকে এম এসবি ইসলামিক সেন্টারের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন প্রতিষ্ঠানের প্রিন্সিপালসহ সহকারী শিক্ষকরা এবং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারকসহ শিক্ষকদের সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। পরিশেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024