পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  সহকারী প্রক্টরের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের  ৬  জন শিক্ষক-কে দায়িত্ব দেওয়া হয়।  


সহকারী প্রক্টর পদে নিয়োগ প্রাপ্ত শিকক্ষবৃন্দরা  হলেন,  পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. লোকমান আলী, ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক খোন্দকার আরিফুজ্জামান, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক  মাসুদ রানা,অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ইয়াহিয়া বেপারী,  ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক এ.এইচ.এম ইফতেখার  উল ফেরদৌস  এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রভাষক তাসনিম তাবাসসুম।


 ২৮ আগস্ট ২০২২ইং রোজ বরিবার  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই নোটিশ জানানো হয়।


বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে , আগামী পহেলা সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ হতে   কার্যকর করে আগামী দুই(০২) বছরের জন্য সহকারি প্রক্টর এর দায়িত্ব প্রদান করা হলো। দায়িত্ব পালন কালে সহকারী প্রক্টরগণ বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ভাতা প্রাপ্ত হবেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024