|
Date: 2023-04-20 02:19:00 |
‘অবহেলিত ও ভূমিহিন হত দরিদ্র অসহায় মানুষের পাশে চৌধুরী ফাউন্ডেশন, এই শ্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষে কুমিল্লার দেবিদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের চৌধুরী ফাউন্ডেশন এর উদ্যোগে ২ হাজার হতদরিদ্র ও দুঃস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
চৌধুরী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি ও জাফরগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ মফিজ চৌধুরী ও সহ সভাপতি প্রবাসী কাশেম চৌধুরীর অর্থায়নে দীর্ঘদিন যাবত এলাকার দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে বিভিন্ন ভাবে সহযোগীতা করে আসছে, তারই ধারাকাহিকতায় বুধবার দুপুরে ২ হাজার নারী ও পুরুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়।
এসময় চৌধুরী ফাউন্ডেশনের উপদেষ্টা ও সমাজসেবক আলহাজ্ব সোবাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও দেবিদ্বার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ভিপি বাবুল হোসেন রাজু, জাতীয় সাংবাদিক সংস্থা দেবিদ্বার শাখার সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম সাগর, অর্থ সম্পাদক ও দৈনিক ইনকিলাব পত্রিকার দেবিদ্বার প্রতিনিধি মোঃ ফারুক হোসাইন জনি, এস আই সাদী উপজেলা পরিষদ চেয়ারম্যান’র সিএ আবদুল্লাহ আল মামুন হিরন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাফরগঞ্জ বাজার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মীর আবু তাহের, ব্যবসায়ী মোঃ মজিবুর রহমান, পৌর যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক জয় মাসুম, যুবলীগনেতা মোঃ কাউছার, মোঃ নজরুল ইসলাম, অত্র ফাউন্ডেশনের সদস্য মোসাঃ সোনিয়া চৌধুরী, মোঃ সাইফুল ইসলাম, মোঃ সোলমান চৌধুরী, হাকিম, রফিক ,ফয়সাল ও রুবেল প্রমুখ।
চৌধুরী ফাউন্ডেশনের সভাপতি মোঃ মফিজ চৌধুরী বলেন, সমাজের হতদরিদ্র ও অসহায় মানুষগুলোর মুখে একটু হাঁসি ফুটানোই চৌধুরী ফাউন্ডেশনের মূল লক্ষ্য। প্রতি বছরই আমরা সাধ্যমত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এচেষ্টা সবসময়ই অব্যাহত থাকবে।
© Deshchitro 2024