|
Date: 2023-04-20 04:40:46 |
এম,এ একাডেমি ইউকে'র ইফতার মাহফিল সম্পন্ন
সিলেটের বিশ্বনাথ উপজেলা দৌলতপুর ইউনিয়নের দশপাইকা গ্রামের কৃতিসন্তান যুক্তরাজ্য প্রবাসী
এম,এ একাডেমি ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শিক্ষাঅনুরাগী,দানশীল, সমাজসেবক, সংগীত অঙ্গণের উজ্জ্বল নক্ষত্র, গীতিকার মো: আছাব আলী পক্ষ থেকে ইফতার মাহফিল সম্পন্ন ১৯শে এপ্রিল রোজ বুধবার ২৩ ইং স্থন:-বিশ্বনাথ পুরাতন বাজার প্রানসী রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবে দপ্তর সম্পাদক কবি এস,পি সেবু
ইফতার মাহফিলের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবে সহ-সাধারণ সম্পাদক আনহার বিন সাইদ
মোনাজাত করেন
জালালাবাদ ইমাম সমিতির সাধারণ সম্পাদক মুফতি জালাল উদ্দীন হেলালী
এসময় উপস্থিত ছিলেন
সিলেট বিভাগের বাউল কল্যাণ সমিতির সভাপতি কামাল উদ্দিন (রাসেল)যুক্তরাজ্য প্রবাসী সংগীত অনুরাগী নুরুল ইসলাম, বাউল জুয়েল আহমেদ
বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশন সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম।
যুবলীগ নেতা, রুয়েল খান, আওয়ামিলীগ নেতা সুয়েল তালুকদার
বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সায়েস্তা মিয়া,আব্দুল কাইয়ুম বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবে কার্যনীবাহী সদস্য শ্রী অজিত দেব,আনসার ভিডিপির সদস্য ,আব্দুল হক,
গীতিকবি সুলতান সরকার,গীতিকবি এম,এস রহমান(শফিক)গীতিকার ফারুক মিয়া কুয়েত প্রবাসী, গীতিকার বশির আহমেদ সৌদি প্রবাসী,
বাউল শাহ্ সিদ্দিকুর রহমান চিশতি, মিউজিশিয়ান মোতাহির আলী, বাউল হুশিয়ার আলী, বাউল সালেক উদ্দিন,আবুল বশর,ও বিভিন্ন পেশার মানুষ প্রমূখ।
© Deshchitro 2024