বাংলাদেশের ঔষধ খাত এবং রাসায়নিক শিল্প খাতের অন্যতম প্রতিষ্ঠান এসিআই লিমিটেড। প্রতিষ্ঠানটি সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘প্রোডাক্ট এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে প্রতিষ্ঠানটিতে। আগ্রহীরা আগামী ২৬ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।


প্রতিষ্ঠানের নাম: এসিআই লিমিটেড


বিভাগ: টায়ারস ইউনিট


পদের নাম: প্রোডাক্ট এক্সিকিউটিভ


পদসংখ্যা: নির্ধারিত নয়


শিক্ষাগত যোগ্যতা: বিবিএ (মার্কেটিং)


অভিজ্ঞতা: ০১-০২ বছর


আবেদনকারীকে অটোমোবাইল, এফএমসিজিতে অভিজ্ঞতা থাকতে হবে, ফ্রেশাররাও আবেদন করতে পারবে।


সারা বাংলাদেশে ভ্রমণের আগ্রহ থাকতে হবে। এমএস পাওয়ার পয়েন্ট ও এক্সেল এ দক্ষ হতে হবে।


বেতন: আলোচনা সাপেক্ষে


চাকরির ধরন: ফুল টাইম


প্রার্থীর ধরন: নারী-পুরুষ


বয়স: ২২-৩৫ বছর


কর্মস্থল: ঢাকা


আবেদনের নিয়ম: আগ্রহীরা jobs.bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।


আবেদনের শেষ সময়: ২৬ এপ্রিল ২০২৩


সূত্র: বিডিজবস ডটকম

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024