বাঘা উপজেলার আড়ানী-পুঠিয়া সড়কের আড়ানী রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় শাহিন হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২৮ আগষ্ট) দুপুর আড়াইটার দিকে এ দূর্ঘটনাটি ঘটে।

শাহিন হোসেন নাটোর সদরের আমহাটি এলাকার নাজিম উদ্দিনের ছেলে বলে জানা গেছে ।

 জানা গেছে, শাহিন হোসেন (23) নিজ বাড়ি থেকে আড়ানীর দিকে আসছিলেন। রোববার দুপুর আড়াইটার দিকে তিনি আড়ানী-পুঠিয়া সড়কের আড়ানী রেল ক্রসিংয়ে পৌছালে ঈশর্দী থেকে রাজশাহী অভিমুখে ছেড়ে আসা একটি মালবাহি ট্রেনের ধাক্কায় তিনি গুরুত্বর আহত হন। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পুঠিয়া স্বাস্থ্য কেন্দ্র এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে আড়ানী-পুঠিয়া সড়কের আড়ানী রেল ক্রসিংয়ের গেটম্যান লায়েব উদ্দিন জানান, একটি মালবাহি ট্রেন রাজশাহীর দিকে আসছে দেখে গেটর বাঁশ নামিয়ে দেওয়া হয়। এরমধ্যে ট্রেনের অর্ধেক অংশ গেট পার হয়ে যায়। এ সময় গেটে বাঁশ নামানো দেখেও মোটরসাইকেল আরোহী দূত গতিতে থাকায় তিনি নিয়ন্ত্রন হারিয়ে চলন্ত ট্রেনকে ধাক্কা খান। এরপর তাকে হাসপাতালে নিলে সেখানে তিনি মারা যান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024