নাসিরনগর(ব্রাহ্মনবাড়িয়া)সংবাদদাতা :

হিফজুল কুরআন ভিত্তিক দেশের সবচেয়ে বড় টেলিভিশন ভিত্তিক  রিয়েলিটি শো পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে ২০২৩ -এ প্রথম হয়েছেন নেত্রকোনার  হাফেজ মোঃ মোতাসিম  বিল্লাহ্, দ্বিতীয় হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার হাফেজ মোঃ সালমান ফার্সি, তৃতীয় ও চতুর্থ হয়েছে যথাক্রমে নেত্রকোনার হাফেজ মোঃ এরশাদুল ইসলাম ও সিলেটের হাফেজ মোঃ এহতেশামূল হক হীরা।
১৯ এপ্রিল বুধবার রাজধানীর বনানীতে বিকাল  ৪: ৩০ ঘটিকায় শুরু হওয়া এক অনাড়ম্বর অনুষ্ঠানে  বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি এনটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়।
অনুষ্ঠানে প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় চার লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার তিন লাখ টাকা, তৃতীয় পুরস্কার দুই লাখ টাকা ও চতুর্থ পুরস্কার দেওয়া হয় এক লাখ টাকা। এ ছাড়া প্রথম তিনজন প্রতিযোগীর ওস্তাদরা পান পিএইচপি মোটরবাইক।
পিএইচপি কুরআনের আলো প্রতিযোগিতার এটি ১৭ তম আসর। প্রতিযোগীতায় দ্বিতীয় সেরা হাফেজ মোঃ সালমান ফার্সি " মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা" এর  ছাত্র।
তার বর্তমান বয়স ১১ বছর। তার পরিবারে আরো পাঁচজন হাফেজ রয়েছে। বিচারকের প্রশ্নের উত্তরে সে জানায় তার কোরআনের হাফেজ হতে সময় লেগেছে ১১ মাস।উল্লেখ্য হাফেজ মোঃ সালমান ফার্সি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডলের কৃতি সন্তান।তার এই সাফল্যে উচ্ছ্বসিত ও আনন্দিত ব্রাহ্মণবাড়িয়া বাসি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023