|
Date: 2023-04-20 15:27:46 |
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে শ্রীমঙ্গল থানা পুলিশ আয়োজিত কালাপুর ইউনিয়নে আইন-শৃংখলা সংক্রান্ত ঈদ পূর্ববর্তী কমিউনিটি পুলিশিং সভা শেষে জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, দুধ, চাল, আটা ইত্যাদি বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শহীদুল হক মুন্সী, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতলিবসহ ইউনিয়নের নারী-পুরুষ ইউপি সদস্যরা।
© Deshchitro 2024