|
Date: 2023-04-20 21:16:42 |
কোরআন ও নামাজ শিক্ষা কোর্স উপলক্ষে ২৬ জন ইমামকে হাদিয়া প্রদান
পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় বয়স্কদের মাঝে মাসব্যাপী বিনামূল্যে কুরআন ও নামাজ শিক্ষা কোর্স উপলক্ষে আলোচনা সভা ও হাদিয়া প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল)সকাল ১১ টায় দেওয়ানগঞ্জ বাজারস্থ ট্রাস্ট কার্যালয়ে উপজেলার বিভিন্ন স্থানে ২৬টি সেন্টারের মুয়াল্লিমদের হাতে হাদিয়া প্রদান করা হয়।
মাওলানা আফতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মো. ওয়ালী উল্লাহ ।
এসময় আরো বক্তব্য রাখেন ট্রাস্টের পরিচালক মাওলানা শফিকুল ইসলাম, কো- অর্ডিনেটর মাওলানা তারিক জামিল, খারুয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা কাযী আব্দুছ ছাত্তার, বেফাকের প্রশিক্ষক মাওলানা হারুনুর রশীদ প্রমূখ।
এ সময় বক্তরা ভবিষ্যৎে কুরআন শিক্ষা কার্যক্রম আরো সস্প্রসারিত করার পক্ষে জোর প্রদান করেন।
পরে হাদিয়া বিতরণ শেষে ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ জুনাইদসহ ট্রাস্ট পরিবারের সকলের জন্য এক মোনাজাত অনুষ্ঠিত হয়।
© Deshchitro 2024