◾ নিউজ ডেস্ক


চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে আমদানি শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে এর ওপর ধার্য নিয়ন্ত্রকমূলক শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। রবিবার এনবিআরের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।


নতুন আদেশ অনুযায়ী, চাল আমদানিতে এখন রেগুলেটরি ডিউটি বা আবগারি শুল্ক ৫ শতাংশ, আগাম আয়কর ৫ শতাংশ ও অগ্রিম কর ৫ শতাংশসহ মোট ১৫ দশমিক ২৫ শতাংশ শুল্ক কর দিতে হবে। 


আর এই আদেশ অটোমেটেড চাল ছাড়া সব ধরনের চাল আমদানির ক্ষেত্রে প্রযোজ্য হবে। একই সঙ্গে আমদানির আগে খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার অনুমোদন নিতে হবে।


এদিকে, ডিজেল আমদানির শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি এ জ্বালানির ওপর নির্ধারিত আগাম কর প্রত্যাহার করা হয়েছে। 


জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সই করা প্রজ্ঞাপনে এ শুল্ক ছাড় দেওয়া হয়। এতে বলা হয়, লাইট ডিজেল অয়েল এবং হাই স্পিড ডিজেল অয়েলের ওপর এ ছাড় আগামী ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত বলবৎ থাকবে। 


এর আগে চলতি মাসের ৫ তারিখ রাতে দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা দেয় সরকার। এতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৮০ টাকা থেকে ১১৪ টাকা করা হয়। অর্থাৎ দাম বৃদ্ধি পায় প্রায় ৪২ শতাংশ।


আর পেট্রলের দাম ৮৬ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা করা হয়েছে। অকটেনের দাম বেড়ে ৮৯ টাকা থেকে হয় ১৩৫ টাকা। অর্থাৎ পেট্রল ও অকটেনের মূল্য ৫০ শতাংশেরও ওপরে বাড়ানো হয়।


এদিকে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পড়ে চালের দামের ওপরে। যা নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্তদেরও ফেলে বেকায়দায়। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024