রংপুরের পীরগাছায় প্রতিবন্ধী ও দরিদ্রদের ঈদ বস্ত্র বিতরণ করেছেন স্বেচ্ছাসেবী সংস্থা ‘প্রতিপাল স্বপ্নচূড়া উন্নয়ন সংস্থা’। সংস্থার পক্ষ থেকে শুক্রবার সকালে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের প্রতিপাল গ্রামে ৪২জন পুরুষ-মহিলাকে শাড়ি-লুঙ্গী বিতরণ করা হয়।  

উপজেলা আ.লীগের সহসভাপতি আব্দুল কুদ্দুছ ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ বস্ত্র বিতরণ করেন তাম্বুলপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রভাষক বজলুর রশিদ মুকুল।

এসময় আরও উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি রাকিবুল ইসলাম, সম্পাদক মাইদুল ইসলাম, কোষাধ্যক্ষ ইসরাফিল ইসলাম, উপদেষ্টামন্ডলীর সদস্য আলেকজান্ডার, জাহেদুল ইসলাম, শকিফুল ইসলাম ও আমিনুল ইসলাম। সংস্থার সদস্যরা হলেন-আল আমিন, সাজু মিয়া, মানিক মিয়া, ইব্রাহিম মিয়া, সিহাব, মাসুদ, আকাশ প্রমুখ।

ঈদ বস্ত্র নিতে আসা শমসের আলী বলেন, ঈদের আগে একটা ঈদ বস্ত্র পেলাম। তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের রহম করেন। এর আগে তারা শীতবস্ত্র বিতরণ করেছেন। 

সংস্থার সভাপতি রাকিবুল ইসলাম বলেন, ২০২২ সালে ক্লাবটি প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে আমরা সেবামূলক কাজ করে যাচ্ছি। গরীব ও অসহায় মানুষদের মাঝে উপহার সামগ্রি ও অন্যান্য সাহায্য-সহযোগিতা করেছি। এছাড়াও সংস্থার মূল লক্ষ্য হচ্ছে- যুব সমাজে বাজে যে প্রভাব আছে সেই প্রভাব থেকে তাদেরকে ফিরিয়ে আনা।  


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023