|
Date: 2022-08-28 18:41:52 |
হোমিওপ্যাথিক ফার্মেসী ও ডাক্তারদের অযাচিত হয়রানীর প্রতিবাদে মণিরামপুরে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার পরিষদ চত্বরে জাতীয় হোমিওপ্যাথিক স্বার্থ সংরক্ষণ কমিটির মণিরামপুর শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের উপজেলা কমিটির আহবায়ক মৃনাল কান্তির সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব জামাল হোসেন, প্রচার সম্পাদক শেখ আবুল বাশার, মহিলা বিষয়ক সম্পাদক সুরাইয়া ইয়াসমিন, সদস্য বিলায়েত আলীসহ ফার্মেসী ব্যবসায়ীরা। মানববন্ধনে বক্তারা, সম্প্রতি হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার বেআইনি ঘোষণা করেন হাইকোর্ট। এর পরিপ্রেক্ষিতেই ১১ দফা দাবি জানিয়েছে সংগঠনটি। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূমি কর্মকর্তা নিকট স্বারকলিপি প্রদান করেন।
© Deshchitro 2024