জামালপুরের ইসলামপুর উপজেলায় আলহাজ্ব শওকত হাসান মিঞা মেমোরিয়াল ট্রাস্টের পক্ষে দুঃস্থ পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।


শুক্রবার (২১ এপ্রিল) বিকালে উপজেলার পাথর্শী ইউনিয়নের মুখশিমলা মিঞাবাড়ীস্থ ট্রাস্টের কার্যালয় থেকে ২ শতাধিক অসহায় মানুষকে ঈদ উপহার হিসাবে শাড়ি-লঙ্গী দেওয়া হয়।


পাথর্শী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে শাড়ি-লঙ্গী বিতরণ করেন।


ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পল্লীচিকিৎসক রওশন এরশাদ মুকুলের সভাপতিত্বে এবং পাথর্শী ইউপি মেম্বার হাসান মাহমুদ মেরাজের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউপি মেম্বার আব্দুল হালিম চাঁন, সোহেল মিয়া, জাফর মিয়া, ফুলু মিয়া, মির্জা হাসান লিখন, সংরক্ষিত মহিলা আসনের মেম্বার লতিফা বেগম, মোছা. বিউটি বেগম, যুবলীগ নেতা মোতাহার মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তৌহিদুল ইসলাম মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উপ-মহিলা বিষয়ক সম্পাদক রেজিনা পারভীন প্রমুখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024