তালার পাটকেলঘাটায় কুঠিঘাটা গ্রামে ধানক্ষেত দেখতে গিয়ে বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকালে কপোতাক্ষ নদীতে পড়ে আনুমানিক ৩ বছরের এক শিশু নিখোঁজ হয়। সে দক্ষিণ সারসা গ্রামের নিছার গাজীর ছেলে মোঃ নাহিদ হাসান (৩)। নিখোঁজের পর নদীতে জোয়ার-ভাটার কারণে শিশুটিকে খুজে পাওয়া যায়নি। আজ শুক্রবার সকালে কুঠিঘাটা এলাকার কপোতাক্ষ নদীর চর থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে তার স্বজনেরা।

স্থানীয় সুমন সরদার বলেন, গতকাল ধানক্ষেত দেখতে গিয়ে নাকি নদীতে পড়ে গেছিল। তারপর তাকে আর খুজে পাওয়া যায়নি। আমিসহ অনেকে বিভিন্নভাবে সাগরদাড়ি থেকে পাটকেলঘাটার দিকে অনেক খোজাখুজি করেছি। আজ সকালে তার মৃতদেহ পাওয়া যায়। শিশু নাহিদের মৃত্যুর ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024