|
Date: 2023-04-21 18:41:12 |
রংপুরের পীরগাছায় বীরমুক্তিযোদ্ধা নুর উদ্দিনের (৭০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কাজ সম্পন্ন হয়েছে। শুক্রবার (২১এপ্রিল) উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের তার নিজবাড়ী পরান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন উপজেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমন, বীরমুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী সরকার, আনোয়ার হোসেন, আতিয়ার রহমান, হাসমত আলী, উপজেলা আ.লীগের সহসভাপতি আব্দুল কুদ্দুছ ভূঁইয়া, তাম্বুলপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রভাষক বজলুর রশিদ মুকুল, থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান, মহিলা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোত্তালিব মিঞা প্রমুখ। গার্ড অব অনার প্রদানের আগে নামাযে জানাযা অনুষ্ঠিত হয়।
বীরমুক্তিযোদ্ধা নুর উদ্দিন গতকাল বৃহস্পতিবার বেলা ৩টায় বার্ধক্যজনিত কারণে তার নিজবাড়ীতে মারা যান। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
© Deshchitro 2024