যশোরের বাঘারপাড়া উপজেলার সমাজিক সংগঠন বাঘারপাড়া হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের উদ্যোগে গরিব অসহায় পরিবারের মাঝে সেমাই চিনিসহ ঈদ সামগ্রী  বিতরণ করা হয়েছে।২১ এপ্রিল শক্রবার  সকাল ১০টায় বাঘারপাড়া,  দোহাকুলা, রুস্তমপুর সহ  এলাকার  বিভিন্ন জায়গায় নিম্ন আয়ের  গরিব অসহায় পরিবারে মাঝে  সেমাই চিনি সহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।এসময় নিম্ন আয়ের  গরীব অসহায় পরিবারের মাঝে  ডাল,তেল,আলু, পিয়াজ,রসুন,জিরা, মসলা,সিমাই, চিনি,দুধ,নুডুলস সহ অসহায় গরীব শিশুদের পোশাক ও কসমেটিক আইটেম বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন,প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সারমিন আক্তার সাথী, মিডিয়া ও প্রচার সম্পাদক মোঃ মোস্তাসিম বিল্লাহ, পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইমদাদুল হক মিলনসহ বাঘারপাড়া হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকবৃন্দ।ঈদ সামগ্রী বিতরণ কালে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সারমিন আক্তার সাথী,বলেন,এখন রমজান মাস চলছে, আমাদের এলাকায় ও আশেপাশের প্রতিবেশী গরীব অসহায় মানুষেদের যেন ঈদ ভালো ভাবে কাটে। সে কথা চিন্তা করেই আমাদের এই ব্যক্তিগত উদ্যোগ। আমরা মানুষের কাছে কোন বিনিময় চায় না। আজ ঈদকে সামনে রেখে কিছু গরীব অসহায় পরিবারে মাঝে আমরা যে সামান্য  কিছু ঈদ সামগ্রী তুলে দিতে পেরেছি এবং তাদের পাশে দাঁড়াতে পেরেছি এজন্য আল্লাহ রাব্বুল আলামীনের শুকরিয়া । আগামীতেও যেন প্রতিটি মুহূর্তে অসহায়ের পাশে এভাবে দাঁড়াতে পারি এজন্য সকলের কাছে আমরা একান্ত ভাবে আমাদের সামাজিক সংগঠন বাঘারপাড়া হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের সকল সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য দোয়া প্রার্থনা করছি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024