বোয়ালখালী উপজেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন বোয়ালখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল ও সাধারণ সভা২০২৩ গত বৃহস্পতিবার(২০ এপ্রিল) বোয়ালখালিস্থ বি কে কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। 


উক্ত মাহফিল ও সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বোরহান উদ্দীন এমরান। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর,সুপ্রিম কোর্টের আইনজীবী আবু তৈয়ব কিরণ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জুডিশিয়াল আদালত ও মোবাইল কোর্টের প্রসিকিউটিং অফিসার মাহমুদুল হক আনসারী। 


এছাড়া ইফতার পরবর্তী মতবিনিময় ও সাধারণ সভায় এসোসিয়েশনের সদস্যদের মাঝে বক্তব্য দেন এসোসিয়েশনের সাবেক শিক্ষার্থী ইফতেখার উদ্দীন, সোমেন দাশ জুয়েল,মোঃ মিজানুর রহমান খান, নাজমুন নাহার নাসরিন,মেহেদী হাসান জিসান, সৈয়দ আশরাফুল হাসান, অত্র সংগঠনের সদ্য সাবেক সভাপতি রিয়াজুল হক সিকদার ও সাধারণ সম্পাদক আদনান বিন হায়দার। 


পরবর্তীতে ২০২৩-২৪ কার্যকমিটির সভাপতি হিসেবে মোঃ ফজলুল কাদের এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ কফিল উদ্দীন সহ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় ট্রাস্টি বোর্ড। 


ছবি: আয়োজনের চিত্র।


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বর্তমানে অধ্যয়নরত বিভিন্ন সেশনের শিক্ষার্থীরা।তাদের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি বর্তমান ও সাবেকদের মিলন মেলায় পরিণত হয়।


অনুষ্ঠানে বক্তারা বোয়ালখালীবাসী ও অত্র এলাকার শিক্ষার্থীদের উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করেন। কালুরঘাট সেতুর পুননির্মাণ, বিশ্ববিদ্যালয়ে বর্তমান অধ্যয়নতরত শতাধিক শিক্ষার্থীদের জন্য নিয়মিত বাস সার্ভিস চালু বিষয়ে মতামত ব্যক্ত করেন। এছাড়া এলামনাইগণ সংগঠনের শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের লক্ষে একটা কল্যাণ তহবিল গঠন, ফোরামের বিভিন্ন নিয়মিত কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024