পবিত্র রমজান উপলক্ষে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের মাধ্যমে তাদের মুখে হাসি ফুটিয়েছে লেবুতলা ব্লাড ব্যাংক।



২১ এপ্রিল  (শক্রবার) লেবুতলা ব্লাড ব্যাংকের

সহযোগিতায় যশোরের সদর উপজেলার লেবুতলা এলাকার মোট ৫০ টি পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন সামাজিক সচেতনতা মূলক সংগঠন লেবুতলা ব্লাড ব্যাংক।


ঈদ উপহার হিসেবে  ছিল ২ কেজি মুরগী,২ কেজি চাউল, ৫০০ গ্রাম তেল, ২৫০ গ্রাম ডাউল,

১ কেজি আলু, ১ কেজি পিয়াজ,২৫০ গ্রাম রসুন,২৫০ গ্রম মরিচ,৫০ টাকার মসলা,১ প্যাকেট সেমাই,৫০০ গ্রাম চিনি,১ প্যাকেট গুড়া দুধ





এসময় উপস্থিত ছিলেন, "লেবুতলা ব্লাড ব্যাংক" এর প্রতিষ্ঠাতা সভাপতি মো: কাজল হোসেন, মনোজ কুমার,  প্রাক্তন সভাপতি মো: রায়হান হোসেন,  প্রাক্তন সহ সভাপতি আলিফ সালমান।


এছাড়াও উপস্থিত ছিলেন, "লেবুতলা ব্লাড ব্যাংক" এর

সভাপতি হাসিবুল হাসান, সহ সভাপতি লিমন হোসেন সাধারণ সম্পাদক ফাহিম হোসেন ইমন,  সহ সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেন,  সংগঠনিক সম্পাদক নাসিম রেজা, অর্থ সম্পাদক আশিকুর রহমান এছাড়াও আশিক আহম্মেদ রাফিত, ফারহান তাসনীম শাকিল, আলামিন হোসেন হৃদয়, হৃদয় হোসেন, শামিনুর রহমান, হাসান হাওলাদার  মাসুম পারভেজ সহ সংগঠন এর সদস্যবৃন্দ


 



  সাধারণ সম্পাদক ফাহিম হোসেন ইমন,

জানান, লেবুতলা ব্লাড ব্যাংকের আজকের উদ্দেশ্য ছিলো সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদ উপহার  বিতরণের মাধ্যমে সামান্য পরিমান হাসি ফুটানো। পরবর্তিতে এর পরিধি বাড়িয়ে আমরা আরো বড় কিছু করার চেষ্টায় অব্যহত থাকবো।





লেবুতলা ব্লাড  ব্যাংকের  স্বেচ্ছাসেবকগন মনে করেন, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, অর্থ দিয়েছেন এই প্রোগ্রামটি বাস্তবায়ন করার জন‍্য। যাদের ছাড়া আমাদের এই প্রোগ্রামটি স্বপ্নই থেকে যেতো, তাদের প্রতি মনের অন্তরের অন্তরস্থল থেকে এবং লেবুতলা ব্লাড  ব্যাংকের  পক্ষ থেকে ভালোবাসা ও সম্মান জানাই। আর যাদের ইচ্ছা থাকা সত্বেও আমাদের এই প্রোগ্রামটিতে অর্থ , পরিশ্রম, সময় দিতে পারেননি, তাদের প্রতিও ভালোবাসা রইলো। আশা করি পরবর্তীতে আপনাদের আমাদের পাশে পাব, ইনশাআল্লাহ। 


আপনাদের সহযোগিতা পেলে আমরা যেকোনো সমাজসেবা কাজ সহজভাবে করতে পারব। তাই আসুন আমরা অসহায় ও দরিদ্রের পাশে দাঁড়ায় এবং সমাজসেবা কাজ করি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024