বেগমগঞ্জ থানা এলাকা হইতে চুরি হওয়া হাইড্রোলিক পিকআপ কক্সবাজার জেলার চকরিয়া হইতে উদ্ধার, ঘটনায় জড়িত  ৩ আসামী গ্রেফতার।


শনিবার (২২ এপ্রিল ) গ্রেফতারকৃত আসামীদের কে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। 


বেগমগঞ্জ থানাধীন অনন্তপুর সাকিনস্থ রূপালী ট্রেডার্স সিএনজি পাম্পের সামনে ঢাকা টু মাইজদী মহাসড়কের পূর্ব পাশ থেকে গত ০৯ মার্চ যে কোন সময় হাইড্রোলিক পিকআপ গাড়ি যাহার নং- নোয়াখালী-ট-১১-০০৫১  গাড়ির ড্রাইভার মোঃ সোহেল বেগমগঞ্জ থানাধীন অনন্তপুর সাকিনস্থ রূপালী ট্রেডার্স সিএনজি পাম্পের সামনে ঢাকা টু মাইজদী মহাসড়কের পূর্ব পাশে রাখিয়া বাড়ীতে চলিয়া যায়। রাত অনুমান ০৪.৩০ ঘটিকার সময় পার্শ্ববর্তী সিএনজি পাম্পে কর্মরত মোঃ নাহিদ মোবাইল ফোনে বাদীকে জানায় যে, তাহার গাড়ি খানা ঘটনাস্থলে নাই। বাদী তৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হইয়া গাড়ি খানা না পাইয়া বাদীর গাড়ি খানা বিভিন্ন জায়গা খোজাখুজি করে এবং স্থানীয় লোকজনকে বিষয়টি জানায়।


উক্ত ঘটনায় গাড়ীর মালিক মোঃ শাহাব উদ্দিন বাদী হয়ে এজাহার দায়ের করিলে বেগমগঞ্জ মডেল থানার মামলা রুজু করিয়া এসআই মোঃ আহসান হাবীব এর উপর ইহার তদন্তভার অর্পন করা হয়।

অত্র মামলা রুজু হবার পর পুলিশ সুপার, নোয়াখালী জেলা ও অতিরিক্ত পুলিশ সুপার, বেগমগঞ্জ সার্কেল এর নেতৃত্বে অফিসার ইনচার্জ বেগমগঞ্জ মডেল থানার সমন্বয়ে এস আই কৃষ্ণ কুমার, এস আই ফিরোজ আহম্মদ, এস আই আহসান হাবিব( আই ও) কে নিয়ে একটি টিম গঠন করেন। উক্ত টীম বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে নোয়াখালী জেলার হাতিয়া থানা এলাকা, চট্টগ্রামের বাকলিয়া ও আকবর শাহ থানা এলাকা, বান্দরবানের লামা উপজেলা ও কক্সবাজার জেলার চকরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে অত্র মামলার ঘটনার সহিত জড়িত আসামী ১। মোঃ রাজিব হোসেন, ২। সোহেল রানা, ৩। মোঃ ইলিয়াছ কে গ্রেফতার করে এবং বাদীর চোরাই যাওয়া একটি হাইড্রোলিক পিকআপ গাড়ি যাহার নং- নোয়াখালী-ট-১১-০০৫১ উদ্ধার করিয়া জব্দ তালিকা মূলে জব্দ করে। 


নোয়াখালী জেলা পুলিশ সুপার জানান,ধৃত আসামীদের কে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024