নোয়াখালীর চাটখিলে পবিত্র ঈদুল ফিতরের দিনে পানিতে ডুবে  ইয়ামিন হামজা নামে  ১৬ মাস বয়সী (ছেলে) শিশুর মৃত্যু হযেছে।


জানা যায়, শনিবার (২২শে এপ্রিল)  দুপুর ১২:৩০ টায় পবিত্র ঈদুল ফিতরের দিনে চাটখিল উপজেলাধীন, চাটখিল পৌরসভার ৩ নং ওয়ার্ডে পশ্চিম ভীমপুর গ্রামের মৃত মতিন কারিগরের নতুন বাড়িতে এই ঘটনা ঘটে। মৃত মতিন কারিগরের মূলবাড়ী সুন্দরপুর রেয়াজ উদ্দিন কারিগর বাড়ির। মৃত মতিন কারিগরের মেজো ছেলে মানিক হোসেনের ছেলে ১৬ মাস বয়সী ইয়ামিন হামজা নামের শিশুটি হাঁটতে হাঁটতে ঘরের পাশে থাকা ডোবার পানিতে পড়ে ডুবে যায়। শিশুটির বাবা মানিক হোসেন জানান, আমিও ঘরে ছিলাম। আমি তার কথা ভুলে গিয়েছিলাম, খেয়াল করিনি, তার  মা যখন রান্নাবান্না ও মেহমানদের  আপ্যায়নে ব্যস্ত ঠিক সেই মুহূর্তে সকলের অজান্তে পার্শ্ববর্তী ডোবায় পড়ে সে ডুবে যায় । শিশুটির মা শিশুটিকে অনেক সময়  দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন এবং পার্শ্ববর্তী ডোবায় ভাসমান অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে তার বাবা তাকে উঠিয়ে আনেন। তার লড়চড় না থাকায় অটো রিক্সায় করে চাটখিল সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তিথি আজিজ তাকে মৃত ঘোষণা করেন। ডাক্তারের নির্দেশনায় শিশুটিকে ইসিজি করানো হয়। শিশুটির পিতা মানিক হোসেন আরো জানান, চিকিৎসকের কথা আমাদের মনফুত না হওয়ায় তাকে চাটখিল শিশু কিশোর প্রাইভেট হাসপাতালে নিয়ে যাই। সেখানেও কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 


এ ব্যপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, আমি এ বিষয়টি জানতে পেরেছি একটি শিশু পানিতে পড়ে মারা গেছে এবং কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করার পর অভিভাবক দ্রুত হাসপাতাল থেকে তাকে বাড়িতে নিয়ে যায়। 


এমন আনন্দেরর দিনে শিশুটির মৃত্যুতে পরিবারের সবাই কান্নায় ভেঙ্গে পড়েন এবং  এলাকায়, বাড়িতে, পরিবারে ও আত্মীয়-স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024