|
Date: 2023-04-23 17:44:35 |
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ১৫ বছর পূর্তির আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে । সংগঠনের সভাপতি মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিনুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাংবাদিক হারুন অর রশিদ , সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর, যুগ্মসাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন, স্থায়ী কমিটির সদস্য শামসুজ্জামান, সদস্য হাসান আলী প্রমুখ । মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু স্বাগত বক্তব্যে বলেন -এই সংগঠনটি ১০ই এপ্রিল ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে । এটি বালিয়াডাঙ্গী উপজেলা সর্বপ্রথম স্বেচ্ছাসেবী সংগঠন । এই সংগঠনের সদস্য সংখ্যা প্রায় পাঁচ শতাধিক । অসুস্থ রোগীদের বিনামূল্যে রক্ত সরবরাহ করা। মাদক ও নেশা মুক্ত সমাজ গড়া।গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে কাজ করা । এই সংগঠনটি ব্লাড গ্রুপিংকরেছে প্রায় ৯০০০ , রক্ত দান করেছে প্রায় ২০০০ মুমূর্ষ রোগীকে । এছাড়াও সংগঠনটি জাতীয় পর্যায়ের বিভিন্ন সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে । বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার সংগঠনটি ।
© Deshchitro 2024